
নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়া তরিকায় প্রতি ওয়াক্ত নামাজের পর যে সমস্ত ওজিফা আমল করতে হয় এই বইটিতে তা লিপিবদ্ধ করা হয়েছে। এর সাথে আছে “মোরাকাবা মোশাহেদা” আমল করার পদ্ধতি। খাজাবাবা কুতুববাগী কেবলাজানের খেলাফত প্রাপ্তির দলিল শাজারা মোবারক এই বইতে দেওয়া আছে। বাবাজানের একটি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এই বইতে পাওয়া যাবে।
(Visited 2,403 times, 1 visits today)