মহান আল্লাহতায়ালার মনোনীত ইসলাম ও দয়াল নবীর সত্য তরিকতে সূফীবাদের দাওয়াত নিয়ে
(রাসুল (সঃ) এর সত্য তরিকার পবিত্র বাণী প্রচারের লক্ষ্যে সম্প্রতি জামানার মোজাদ্দেদ খাজাবাবা কুতুববাগী কেবলাজান ভারতের কয়েকটি জেলা সফর করেন। সফরে সঙ্গী হিসেবে ছিলেন কুতুববাগ দরবার শরীফের খাদেম ও কেবলাজানের বাণী প্রচারকগণ। সফর থেকে ফিরে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আত্মার আলোর এ সংখ্যায় লিখেছেন, মোঃ শাখাওয়াত হোসেন)
বিশ্ব মানবতার কল্যাণ ও চির শান্তির বাণী দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রহমত রূপে আখেরী নবী হযরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা (সঃ)কে এই ধরাধামে পাঠিয়েছিলেন। এরপর পবিত্র কোরআন ও শুদ্ধ হাদিসের বর্ণনা অনুয়ায়ি কামেল-মোকাম্মেল অলি-আল্লাহদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাঁর প্রিয় বন্ধু রাসুলের সত্যবাণী কায়েম রাখবেন। তাঁরাই আল্লাহকে রাজি-খুশি করার সঠিক আমল ও নিয়ম-পদ্ধতি মানুষকে শেখাবেন। আল্লাহ প্রতি শতাব্দীতে একজন মোজাদ্দেদ (সংস্কারক) প্রেরণ করেন। বর্তমান শতাব্দীতে মোজাদ্দিদের দায়িত্ব দিয়ে, আল্লাহভোলা মানুষদেরকে সঠিক পথে আনার জন্য, প্রেরণ করেছেন মাদারজাত অলি আমাদের পীর ও মুর্শিদ খাজাবাবা কুতুববাগী কেবলাজানকে। যাঁর কাছে নেই কোন দেশ-জাতির ভেদাভেদ। যিনি আল্লাহ-রাসুলের সত্যবাণী প্রচার করছেন, সকল জাতির কাছে দেশ থেকে দেশান্তরে…! তাই তাঁকে ছুটে যেতে হয় দেশ-বিদেশের নানা প্রান্তে। গত ১৪ সেপ্টেম্বর ২০১৬ বুধবার সকালে খাজাবাবা কুতুববাগী কেবলাজান, রাসুলুল্লাহ (সঃ) এর সত্যবাণী মানুষের দ্বারে দ্বারে পৌছানোর জন্য ভারতের দক্ষিণ জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলা সফর করেন। অতি সৌভাগ্যের বিষয়, কেবলাজানের সফরসঙ্গী হওয়ার সুযোগ মিলেছিল।