কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমা ২০১৭

তারিখঃ আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ২০১৭ রোজ বৃহস্পতি ও শুক্রবার। ১৩ ও ১৪ মাঘ ১৪২৩ ২৭ ও ২৮ রবিউসসানি ১৪৩৮।

স্থান : ফার্মগেট, ঢাকা।

 

তামাম জাহানের জামে আউলিয়া, জামে আম্বিয়াদের রুহানী উপস্থিতিতে দেশ-বিদেশের লাখ-লাখ আশেক-আশেকিন-জাকের-জাকেরিন, ভক্ত-মুরিদানসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষ আল্লাহপ্রেমীদের মহাপবিত্র এ মিলনমেলায় বিশ্ববাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় শুক্রবার বাদজুমা আখেরী মোনাজাত করবেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান। শুক্রবার বেলা ১২টা ১৫ মিনিট থেকে দেশবাসীর উদ্দেশে মহামূল্যবান নসিহত-বাণী পেশ করবেন খাজাবাবা শাহসূফী আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী পীর কেবলাজান। দু’দিনব্যাপী এ মহতী ওরছ-মাহফিলে কোরআন-হাদিস ও ইজমা-কিয়াসের আলোকে অতি মূল্যবান তাফসির বয়ান করবেন দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও ওলামায়ে কেরামগণ। আত্মশুদ্ধি ও আত্মার মুক্তির এ অনুষ্ঠানে শামিল হয়ে দোজাহানের অশেষ ফয়েজ, বরকত, রহমত ও নিয়ামত হাসিল করুন।

দ্রষ্টব্য : ওরছ শরীফে মা-বোনদের পর্দার সঙ্গে ওয়াজ শোনা ও নারী-পুরুষ সকলের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে।

প্রচারে : মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমা আয়োজক কমিটি

(Visited 246 times, 1 visits today)
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *