আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ্ নকশ্বন্দি মোজাদ্দেদি কুতুববাগী
(১) ওয়ালা তাকুলূ লিমাই ইউক্বতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত, বাল আহ্ইয়া কিল্লা তাশ‘উরুন। (সুরা আল বাক্বারা-২;১৫৪)
অর্থঃ যারা আল্লাহর মহব্বতে জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে মৃত মনে কর না বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বোঝ না, খবর রাখ না।
(২) অলা-তাহ্সাবানাল্লি্যানা কুতিলূ ফী সাবীলিল্লা-হি আম্ওয়া-তা-; বাল্ আহ্ইয়া-উন্ ‘ইন্দা রব্বিহিম্ ইউরযাকুন্। (সূরা আল ইমরান-১৬৯)
অর্থঃ যারা আল্লাহর মহব্বতে জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে মৃত মনে কর না। তারা বরং জীবিত, স্বীয় রবের নৈকট্যপ্রাপ্ত, স্বীয় রবের পক্ষ থেকে রিযিক প্রাপ্ত।
(৩) ওয়ামাইঁ ইয়ুত্বি’ ইল্লা-হা ওয়ার রাসূলা ফাউলায়িকা মা‘আল্লাযীনা আন্‘আমাল্লা-হু‘আলাইহিম্ মিনান্না বিয়্যীনা ওয়াছিছদ্দিকিনা ওয়াশ্শহাদায়ি ওয়াসসলিহীন ওয়া হাসুনা উলায়িকা রাফীক্বা । (সূরা নেছা-৬৯)
আর্থঃ সত্যবাদি, শহীদ সিদ্দীকগণ আল্লাহ ও রাসুল (স) এর আশেক। তারা বেহেশতে নবী (স) এর সঙ্গী হবেন । তাঁরা কতই না সুন্দর।
হযরত আলী (র) এরশাত করেন যে, আমার অন্তরে ধন-সম্পদ, সন্তান-সন্তানাদি, মাতা-পিতা এমন কি শীতল পানি অপেক্ষোও নবীকারিম (স) এর ভালবাসা অধিক প্রিয়। (হাদিস- মাদারেজুন নবুয়্যত )
নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোন মৃত্যু নেই বরং তারা স্থানান্তরিত হয়। ধ্বংসশীল ইহজগৎ থেকে পরজগৎতে। (আল হাদিস)
নিশ্চয়ই আমার বন্ধুগন আমার জুব্বার অন্তরাওে অবস্থান করেন। আমি এবং আমার আউলিয়াগন ব্যতিত তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবগত নয়। (আল হাদিস)