সুন্দর সমাজ গঠনে সূফীবাদের বিকল্প নেই

নাসির আহমেদ আল মোজাদ্দেদি

সতেরো বছর আগে প্রথম যখন এসেছিলাম, তখন আমি চরমঅসুস্থ। লিভার সিরোসিসে মূমুর্ষ অবস্থা। হার্টের সমস্যায় স্টেন্টিংকরিয়েছি। এ থেকে বেঁচে উঠবো সে কথা কেউ বলেননি। আমিআমার মুর্শিদের সানিড়বধ্যে এসে একটা নতুন জীবন পেয়েছি।নামাজ-রোজা করতাম না, কিন্তু বাবার কাছে আসার পরে আমারঅনেককিছুপরিবর্তন হয়েছে। জীবনে অসংখ্য মানুষ দেখেছি, এতসুন্দর, এত মহৎ বা এত অলৌকিক মানুষ আমি দেখিনি। মহানবী(সঃ) এর জীবনীর ওপর লেখা মোহাম্মদ আকরাম খাঁর লেখা,সেখানে যা যা পেয়েছিলাম নবীজির সম্পকের্, বাবার কাছে আসারপর দেখলাম তার জীবানাদর্শের সবকিছু বাবার মধ্যে বিদ্যমান।আমি বাবাজানের সঙ্গে বহু জায়গায় সফর করেছি এবং দেখেছি।ভারত সফরে গিয়ে সেখানে দেখেছি, মানুষের ঢল। তাদের মধ্যেকেবলাজনকে ঘিরে দেখেছি অবিস্মরণীয় আদব। নিজের চোখে নাদেখলে বিশ্বাস করা কঠিন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভারএমএলএ মিতালী রায়কে বলতে শুনেছি, কুতুববাগী আমাদেরমাঝে এসেছেন ভগবানের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ। মিতালীরায়ের এ কথাটি সেদিন পশ্চিমবঙ্গের প্রায় সবগুলো দৈনিককাগজে কোট করেছিল। বাবাজানের মধ্যে আদর্শের অন্যতমহলো, তাকে কোনদিন রাগ হতে দেখিনি। এই যে অপরিসীমসহ্যশক্তি, তাতো সামান্য কোন ঘটনা নয়। দরবার শরীফেরদশতলা ভবন বাবাজান পুরোটাই উন্মুক্ত করে দিয়েছেন তারভক্ত-মুরিদের জন্য। এটা কোন ছোট ঘটনা নয়। এছাড়াও যেদরবারের লঙ্গরখানায় দিন-রাত ২৪ ঘণ্টাা বিনামূল্যে তাবারকখাওয়ানো হয় এ দৃষ্টান্ত আপনার কুতুববাগ দরবার শরীফেইপাবেন।বাবাজান সারারত ঘুমান না, ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন-তাহাজ্জুদ নামাজ পড়েন, মুরিদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনাকরেন, এরপর ফজরের নামাজ পড়ে তরিকার আমল করেন।তারপর তিনি সামান্য সময়ের জন্য বিশ্রামে যান। এটা কোনসাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমরা যারা আধুনিক চিন্তাধারায়, প্রগতিশীলতায় বিশ্বাস করি, যারা বাংলাদেশকে একটিমানবিক মূল্যবোধ সম্পনড়ব আধুনিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়েতুলতে চাই, তারা যেন খাজাবাবা কুতুববাগীর এই সূফীবাদের দীক্ষা গ্রহণ করি। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খৃস্টান কোনমানুষের ভেদাভেদ ভুলে যেন সুন্দর একটি সমাজ গঠনে ভূমিকারাখতে পারি। আমরা মানবপ্রেমের এই শিক্ষাই বাবাজানের কাছথেকে পাই। আজ এখানে যারা এসেছেন, তারা মুর্শিদ কেবলারএ সত্যবাণী মানুষের কাছে প্রচার করবেন, এটাই আমারআবেদন।

শ্রুতিলিখন : সেহাঙ্গল বিপ্লব

(Visited 197 times, 1 visits today)
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *