মাসিক আত্মার আলো জানুয়ারি ২০১৭
1 file(s) 524.66 KB
কুতুববাগ দরবার শরীফের বার্ষিক মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা শুরুর প্রস্ততি লগেড়ব গত ১১ জানুয়ারি রাতে পীরকেবলা আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী দেশে গণমাধ্যম কর্মী, সাংবাদিক- লেখকদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করেন। দরবার শরীফে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় আগত অতিথিদের অনেকে তাদের অভিমত প্রকাশের পাশাপাশি অনুভূতি ব্যক্ত করেন। সেসব অনুভূতি শ্রুতি লিখনের মাধ্যমে এ সংখ্যায় সংকলিত হলো। সব শেষে খাজাবাবা কুতুববাগী কেবলাজান মহা মূল্যবান নছিহত বাণী পেশ করেন। বক্ষ্যমান নিবন্ধ সেই নছিহত বাণীর সংক্ষিপ্ত সংকলন।
(Visited 360 times, 1 visits today)