মানুষ হবো এই আশাতে

বোরহান মাসুদ

কুতুববাগে এসে দেখি
হাসছে নূরের ফুল
স্বর্গীয় এ ফুল বলি যদি
হবে নাকো ভুল।

দুর্ভাগা মন পেলো নারে
স্বর্গ-ফুলের ঘ্রাণ
মানুষ গুরু লও চিনে মন
থাকতে দেহে প্রাণ।

আঁধার ভেঙে প্রদীপ জ্বালায়
কুতুববাগী বাবা
মোরাকাবায় বসলে যেন
দিল হয়ে যায় কাবা।

মানুষ হবার বাণী যখন
বাবার মুখে শুনি
মানুষ হবো এই আশাতে
সাধনায় জাল বুনি।

(Visited 138 times, 1 visits today)
Share