খাজাবাবা কুতুববাগীর লেখা মহামূল্যবান বই “উসিলা” প্রকাশিত

অনলাইন ভার্সন

Waseela book

 

সম্পূর্ন  বইটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

(28 MB)

 

 

 

মহান আল্লাহতায়ালা বিশ্বজগত, জ্বীন, ইনসান ও ফেরেশ্তাকুলের রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা ও পালন কর্তা অথচ আমাদের সঙ্গে সেই মহান সত্ত্বার সরাসরি কোন পরিচয় নেই। তাঁকে চর্মচোখে দেখাও মানব ও জ্বীন জাতির পক্ষে সম্ভবপর নহে। পক্ষান্তরে সেই মহান স্রষ্টার সন্তুষ্টি ভাজন ও প্রিয় পাত্র না হতে পারলে পরকালে আমাদের মুক্তির কোনও রাস্তা নেই। সেই মুক্তির রাস্তার সন্ধান না পেলে আমাদের জনম নিরর্থক। তাঁর প্রিয় পাত্র হতে হলে একনিষ্ঠভাবে করতে হবে তাঁর এত্তেবা, অনূসরণ ও ভালবাসতে হবে তাঁকে মনপ্রাণ উজাড় করে দিয়ে। কোরআন পাক ও আমাদের মহান নবী আমাদের সে শিক্ষাই দিয়েছেন। মহান আল্লাহ আমাদের স্রষ্টা অথচ তাঁর সঙ্গে নিগুঢ় মহব্বতের বন্ধন স্থাপন করতে ইবাদত, বন্দেগী, প্রার্থনা প্রভৃতির মাধ্যমেই তাঁর সঙ্গে যোগ সূত্র স্থাপন করা অপরিহার্য্য পন্থা। অথচ কিছু সংখ্যক মানুষের ধারনা ও তাদের মতবাদ হলো এবাদত বন্দেগী ও প্রার্থনায় কাউকে মধ্যস্থতা না করে সরাসরি তা আল্লাহর সদনেই করতে হবে এবং এতেই তাদের মনবাসনা পূর্ণ হবে। পক্ষান্তরে ইসলামে বিশ্ববাসী অপর একটা দলের মতে সেই নিরাকার মহান সত্ত্বার মহব্বত ও নৈকট্য লাভ করতে হবে আল্লাহ মনোনীত উসিলা বা মধ্যন্থতার মাধ্যমে। শুধু তার সাহায্যেই আমরা তাঁর নৈকট্য ও ভালবাসা লাভ করতে সক্ষম হবো। এই কিতাবে উভয় পক্ষের মতের পর্যালোচনা করে কোনটা আসলেই সিরাতুল মুস্তাকিম তার সন্ধান ইনশাল্লাহ এই কিতাব তুলে ধরছি। আশা করি জন সাধারণ এতে সঠিক সরল পথের দিশা পাবেন ও তাদের মতের দ্বিধা দ্বন্দের সমাধান পাবে।

—-আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নক্‌শবন্দি মোজাদ্দেদি কুতুববাগী

(Visited 3,655 times, 1 visits today)
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *