স্বর্গ-নরক চাই না কিছু

ডাঃ মহিউদ্দিন আযম লিটন

মুর্শিদকেবলা কুতুববাগী রেখো আমায় স্মরণে
আমাকে রাখিও দয়াল তোমার চরণে
তুমি আমার পথপ্রদর্শক
দুই কুলেরই অভিভাবক।

নাই যে কোনো পাড়ের কড়ি
কেমন করে দিব পাড়ি
যাব যে হায় ডুবে মরি
তোমার দয়া না পেলে।

এ জীবনে চাই না কিছু
তোমারই আদর্শ বিনে
রাসুলের বাইয়াতের পথে
আমায় তুমি লইও চিনে।

তোমার প্রেমে হয় যদি গো মরণ
সমাদরে করবো তাকেই বরণ
জাত-কুল আমি চাই না কিছু আর
তুমি আমার জগতজুড়ে শান্তি সমাহার।

গুরুর প্রেমের মালা গলায় পরে
শান্তি পাবো যাই গো যদি মরে
গুরুর কৃপা আমি যদি পাই
স্বর্গ-নরক কিছুই নাহি চাই।

(Visited 136 times, 1 visits today)
Share