গত ২৬ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার নকশ্বন্দীয়া মোজাদ্দেদীয়া তরিকার ঊর্ধ্বতন অলি-আল্লাহ হযরত ফতেহ্ আলী ওয়াইসী রাসুলে নোমা (রঃ)-এর কন্যা মা জহুরা খাতুন (রঃ)-এর ছেলে হযরত খাজা এহসান আহমেদ ওয়াইসী (রঃ)-এর ছোট ছেলে সৈয়দ আবুল বাশার ওয়াইসী সাহেব তাঁর দাদীপীরের রুহানী নির্দেশে কুতুববাগ দরবার শরীফে শুভাগমন করেন। এই সময় তিনি লিখিত আকারে মা জহুরা খাতুন (রঃ)-এর পক্ষে খাজাবাবা কুতুববাগী ক্বেবলাজানকে ‘সৈয়দ’ উপাধি দান করেন এবং কুতুববাগী ক্বেবলাজানের নামের সঙ্গে সৈয়দ লিখতে জোর আদেশ প্রদান করেন।
(Visited 459 times, 1 visits today)