আগামি ১ মে মঙ্গলবার কুতুববাগ দরবার শরীফে পবিত্র শবে বরাত পালিত হবে। মাগরিব নামাজ থেকে শুরু হয়ে সারারাত ইবাদত বন্দেগি, জিকির আজগার, মোরাকাবা মোশাহেদার মাধ্যেমে এই পবিত্র রাতটি পালিত হবে। পবিত্র শবে বরাত কুতুববাগ দরবার শরীফে পালন করতে এবং তবারক গ্রহণ করতে কুতুববাগী পীর কেবলাজান সকলকে বিশেষ ভাবে দাওয়াত করেছেন।
(Visited 298 times, 1 visits today)