রেবেকা সুলতানা রোজি
ধন্য আমার নয়নখানি
ধন্য আমার প্রাণ
এত সুন্দর ধরণী তবু
হয়েছিল সব ম্লান।
দেখেছি সাগর, পাহাড়-পর্বত
দেখেছি বিশ্বালয়
সবই যেন ফিকে ছিল
এখন মনে হয় ।
পূত-পবিত্র তুমি বাবা
রায়হানুল ক্বলব
জাকেরগণের বিপদ-আপদ
দাও করে ছল্ব
নিগূঢ় প্রেমের দিশায় তুমি
আঁধার ঘরের বাতি
তুমি তরিকতের বাণী
শোনাও দিবা-রাতি।
মানুষ গড়ার কারিগর তুমি
আমি পাপী পথহারা
ইসমে-জাতের জিকির শিখিয়ে
করেছ মাতোয়ারা।
জাহের বাতেন ইলেম দ্বারা
দূর করেছ আঁধার
জীবন শেষের কঠিন পথে
করে দিও পার।
চরণে ঠাঁই দিও বাবা
এই মিনতি জানাই
তোমায় পেলে রাসুল পাওয়া হয়
আর তো চাওয়া নাই।
রাসুল গুণের গুণী বাবা,
আমি মিসকিন-গরিব
রহমতের ভান্ডার যে তোমার
পাক দরবার শরীফ।
(Visited 172 times, 1 visits today)