দরবার শরীফের নামকরন

প্রত্যেক ভালো স্থান ও দর্শনীয় স্থান নামকরনের পিছনে বিশেষ কোনো কারণ নিহিত থাকে। যেমন- পবিত্র বায়তুল্লাহ শরীফের পূর্ব নাম ছিল বাক্কা শরীফ, বর্তমান নাম মক্কা শরীফ । আমাদের পরমপ্রিয় আখেরী নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর পবিত্র কদম মোবারকের ওসিলায় কেয়ামত পর্যন্ত এই নাম বহাল থাকবে। মদীনা শারীফের পূর্ব নাম ছিলো ইয়াছরেব, বর্তমান সৌদিআরবের পূর্ব নাম জাজিরাতুল আরব সৌদি বাদশা ইবন্নে সৌদের নামে সৌদি আরব নামকরণ হয়। তেমনি পৃথিবীর বহু পবিত্র স্থান বিভিন্ন ঘটনা অথবা সময়ের চাহিদা ও মানুষের আকর্ষণের ফলে বিভিন্ন স্থানকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। অনেক দর্শনীয় স্থান নবী-রাসুলদের নামে, ও অলী, আওলীয়াগণের নামে এবং বিভিন্ন মনীষীদের নামে নামকরণ হয়ছে। বাগদাদ, ইরাকের রাজধানী, বড়পীরের বরকতে সে স্থানটির নাম এখন বাগদাদ শরীফ হয়েছে। ভারতের রাজস্থান যেখানে খাজা মঈননুদ্দীন চিশতী (রঃ) গরীবে নেওয়াজের মাজার শরীফ থাকার কারণে স্থানটি আজমীর শরীফ নামে আখ্যায়িত। পাঞ্জাবের সেরহিন্দ (বাঘের অরণ্য) নামে যে স্থানটি আছে, সেখানে তরিকার ইমাম হযরত খাজাবাবা মোজাদ্দেদে আলফেসানী (রঃ) এর পবিত্র মাজার শরীফ হওয়ার কারনে বর্তমানে সেরহিন্দ শরীফ হয়েছে। তেমনিভাবে আমাদের প্রাণ প্রিয় মোর্শেদ বিশ্ব ওলী দয়াল খাজাবাবা কুতুববাগী যে দরবার শরীফের গোড়া পত্তন করেছেন, সে দরবার শরীফের নাম কুতুববাগ দরবার শরীফ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, কুতুব শব্দের অর্থ হলো- মানুষের তকদীর খন্ডনকারী আল্লাহ্‌র সানিধ্যপ্রাপ্ত বন্ধু। এবং পৃথিবীতে আল্লাহ্‌র রাহে বিচরণকারী সুফী সাধক। বাগ শব্দের অর্থ- বাগান, বাগিচা। অর্থাৎ এক কথায় কুতুববাগ শব্দের শাব্দিক অর্থ বলতে বুঝায়- (কুতুবের বাগিচা)।

কিন্তু এই গভীর অর্থের পাশাপাশি কুতুববাগ দরবার শরীফের নামকরণের পিছনে আরও একটি কারণ আছে। দরবার শরীফের নাম মোর্শেদ ক্বেবলার আপন পীরের নামেই করা হয়েছে। আমাদের দয়াল দরদী দাদা পীর বিশ্ব বিখ্যাত মোফাস্‌সেরে কোরআন, কুতুবুল আফতাব, শাহ্‌ সুফী আলহাজ্ব খাজাবাবা মাওলানা হযরত কুতুবুদ্দিন আহম্মদ খান মাতুয়াইলী (রঃ) যিনি আমাদের মহান মোর্শেদ দয়াল খাজাবাবা কুতুববাগী হুজুর কেবলাজানের আপন মোর্শেদ। তিনি দীর্ঘ দশ বছর স্বীয় পীর ও মোর্শেদের খেদমতের মাধ্যমে খেলাফত লাভ করেছেন। আপন পীরের নামে এই দরবার শরীফের নামকরণ করা হয়েছে প্রায় ৩০ বছর আগে। বাংলাদেশে যদি অন্য কোনো ‘বাগ’ থেকে থাকে, সেই ‘বাগের’ সাথে আমাদের কুতুববাগ দরবার শরীফের কোনো সর্ম্পক বা নেসবত (যোগাযোগ) নেই। বাংলাদেশসহ সারাবিশ্বে খানকা শরীফ, মসজিদ মাদ্রাসা কুতুববাগ দরবার শরীফের সদর দপ্তর ৩৪ ইন্দিরা রোড, ফার্মগেট , ঢাকা -১২১৫ থেকে পরিচালিত হচ্ছে।

(Visited 3,719 times, 1 visits today)
Share