তোমার তালাশে


ও মন… ভাব তরঙ্গে সপ্ত রঙ্গে,
নাচিল ধমনী সমুদয় অঙ্গে পাক নামের ধ্বনি ধ্বনিছে আমারি সঙ্গে।
শুধু শুনতে পাই নামের ধ্বনি আকুলতায় বিভোর ঐ অপরূপ কেমনী,
তোমার তালাশে নিঃশ্বেষ কত দিবস-যামিনী মায়া যন্ত্রধ্বনীর মতো ঝলসে উঠে সৌদামিণী।
সুরভিত মধু যপনাম ছড়ায়ে মৃদঙ্গ মাশুক দরশনে উন্মত্ত বিচরণে মন বিহঙ্গ,
আশুকে ধ্বংসিয়া ধরাশায়ী কালভুজঙ্গ তনুমন পিয়াসী- নিরবধি তোমারি সঙ্গ।
রবি, চন্দ্রে চন্দ্র গ্রহণ ফুঁসে ওঠা বিরহের অন্তর্দহন,
বর্ষণ মেঘের কষ্টের গর্জন ভুতলে উতলা জলের ভয়াল ক্রন্দন,
দূর আকাশে হাহাকার আশার রাখিবন্ধন এখনো স্বপ্নে বিভোর উষ্ণ আলিঙ্গন।
আরাধনা আমার প্রভূ মিলনের আকাক্সক্ষা দেখা দিয়া এ আহাজারীর কর মীমাংসা।