মানুষের অন্তর্জগতেই মিলে প্রকৃত আলোর সন্ধান। যার আত্মা আলোকিত সে-ই প্রকৃত আলোকিত মানুষ, শুদ্ধ মানুষ। লোভ-মোহ আর পাপের প্রলোভনে ভরা এই ক্ষণিকের পৃথিবীতে মানুষ তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যখন ভ্রান্ত পথের অন্ধকারে ঘুরপাক খেতে থাকে, তখনই যুগে যুগে মহান আল্লাহ পাকের প্রেরিত মহাপুরুষদের আগমন ঘটে। তাঁরা পথভ্রষ্ট মানুষকে পথের দিশা চিনিয়ে দেন।
আত্মাকে পরিশুদ্ধ করার সাধনায় ব্রতী হওয়ার শিক্ষা দেন। তেমনই এক আধ্যাত্মিক মহান শিক্ষক, যুগের শ্রেষ্ঠতম অলি-আল্লাহ, শতাব্দীর মহান মোজাদ্দেদ, আমাদের দরদী মুর্শিদ খাজাবাবা শাহসুফি আলহাজ্ব মাওলানা হযরত জাকির শাহ্ নকশ্বন্দী-মোজাদ্দেদী (মাদ্দাজিল্লুহুল আলি) কুতুববাগী ক্বেবলাজান। তিনি লাখ লাখ জাকের-আশেকানকে অন্ধকার থেকে তুলে আলোর পথ দেখিয়ে চলেছেন। তাঁর সান্নিধ্যে এসে অনেকেরই জীবনধারা পাল্টে গেছে। অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছেন। প্রতিনিয়ত মানবিকতার মহান শিক্ষা দিয়ে থাকেন তিনি। আখেরী নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত আহাম্মদ মোজ্তবা মোহাম্মদ মোস্তফা (সাঃ)-এর যে মানবতার সুমহান শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত করে তিনি জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষকে মানবপ্রেমী হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। সুফিবাদই যে শান্তির পথÑ এই শাশ্বত সত্যবাণী প্রচারের লক্ষ্যে আমরা কুতুববাগ দরবার শরীফ থেকে ‘আত্মার আলো’ নামের এই মাসিক প্রকাশনার উদ্যোগ নিয়েছি। আত্মার আলোয় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রাসুলপাক (সাঃ)-এর সত্য ইসলামের সুমহান শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার তৌফিক আল্লাহপাক রাব্বুল আলামিন আমাদের দান করুন। আমিন।
আমরা সবাই এই নিয়ামত সংগ্রহ করে জীবনকে পরিশুদ্ধ করতে চেষ্টা করবো।