মুর্শিদ কেবলার ধুপগুড়ি সফর
আমাদের দয়াল দরদী পীর খাজাবাবা কুতুববাগী কেবলাজান হুজুর সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা জলপাইগুড়ির ধুপগুড়ি সফর করেন। খাজাবাবার এ সফরে ভারতের উত্তরবঙ্গ অঞ্চলে সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া পড়ে যায়। সুফিবাদই যে শান্তির পথ, দয়াল খাজাবাবা এই মহৎ বাণী প্রচারের জন্যই দেশ থেকে দেশান্তরে সফর করে বেড়াচ্ছেন। বহু দেশে সফর করেছেন তিনি, তবে ভারতে যে অভূতপূর্ব ভক্তি-শ্রদ্ধা আর মানবপ্রীতির পরিচয় তিনি পেয়েছেন, তার তুলনা হয় না। ধর্মবর্ণ, উঁচু-নিচু সব শ্রেণির মানুষই আল্লাহর এই মহান বন্ধুর কদমে এসেছেন পরম শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে। বিশ্বাস আর ভক্তির জোয়ারে ভেসেছে সবার হৃদয়। সেই অভিজ্ঞতার কথা একাধিক লেখায় এ সংখ্যায় প্রকাশ পেয়েছে। আমরা ভারতবাসীকেও আন্তরিক অভিনন্দন জানাই মহান এই অলীর প্রতি এমন উদার ভালোবাসা প্রকাশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হৃদয়ে ভক্তি আর মানব প্রেমের মহত্ত ছড়িয়ে দিক। আমিন।