যাত্রাপথে খুঁজবে কারে

সেহাঙ্গল বিপ্লব

আল্লাহর বন্ধু কুতুববাগী
কামেল মুর্শিদ কেবলাজান
কলবে নূরের জ্যোতি জ্বেলে
সেই আলোতে পথ দেখান।

ভোগ-বিলাসে ছিলাম ডুবে
ভ্রান্ত পথের পথিকজন
কামেল গুরুর সঙ্গ ছাড়া
কেউ পাবো না পরমধন।

সময় যেন ঘূর্ণি বাতাস
চলছে দৌড়ে দিবস ও রাত
কখন বুঝি সামনে আসে
রোজ-হাশরের পুলসিরাত!

সেই নিদানের যাত্রাপথে
খুঁজবে কারে বেহুঁশ মন
পেতে হলে ডাকো তারে
হুঁশ দর দমে সারাক্ষণ।

বসত বাড়িতে জ¦লছে আলো
হৃদয়- বাড়ি অন্ধকার
সে পাবে না মাওলার দেখা
কল্‌বের মুখ বন্ধ যার।

(Visited 88 times, 1 visits today)
Share