চারটি বিষয় অর্জন করা তরিকার মূল উদ্দেশ্য
- জমিয়ত অর্থাৎ, বিচ্ছিন্ন মনকে একমাত্র আল্লাহর চিন্তার দিকে নিয়োজিত করা।
- হুজুরী অর্থাৎ, আল্লাহকে হাজের (সর্বত্র বিরাজমান) নাজের (সর্বদর্র্শী) মনে করবার ক্ষমতা অর্জন করা।
- যজবাত অর্থাৎ, আল্লাহর দিকে মন প্রতি মুহূর্তে আর্কষিত হওয়া।
- ওয়ারেদাত অর্থাৎ, আল্লাহর তরফ থেকে অসহ্যকর ফয়েজপ্রাপ্ত হওয়া।
সালেক ও মুরিদের জন্য এই চারটি কাজ অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ
(১) নির্জনতা (২) নির্বাক অবস্থা (৩) ক্ষুধা সহ্য করা এবং (৪) অনিদ্রা অভ্যাস করা।
(Visited 166 times, 1 visits today)