খাজাবাবা কুতুববাগীর অমূল্য অমিয় বাণী

  • পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং নামাজের পর আমার দেওয়া অজিফা নিয়মিত আমল করবেন।
  • সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজন খুঁজে নিতে হবে, যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ও সে কষ্টের দ্বারা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে।
  • কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্যও অনিশ্চিত।
  • আহম্মকের সাথে কখনো তর্ক করো না, কারণ তাতে তুমি নিজেও আহম্মক হয়ে যাবে।
  • মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।
  • যারা সব জিনিসেরই একটি সুন্দর অর্থ খুঁজেন, তারা সবসময়েই সৎ কাজ করেন।
  • নদীর জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে।
  • একমাত্র মনের শক্তিই পারে জীবনকে পরিপূর্ণ করে তুলতে।
  • যে অল্প লয়ে সুখী সে ভাগ্যবান। আর বিত্তশালী হয়েও যে অসুখী, সে দুর্ভাগাই বটে।
  • অসহায়কে অবজ্ঞা করা উচিৎ নয়। কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে।
  • সেই সবচেয়ে ধনী, যার নিজস্ব বলতে কিছুই নেই।
  • প্রচুর ধন-সম্পত্তির ভিতর সুখ নাই। মনের সুখই প্রকৃত সুখ।
  • যে ব্যক্তির মুখে সাধু ও মিষ্টি কথা বলে, তদানুসারে কাজ করে না, তার সঙ্গ পরিত্যাগ করো।
  • দর্শন ছাড়া তুমি কিছুই করতে পারো না।
  • কেননা, প্রতিটি বিষয়েই আছে গোপন তাৎপর্য, যা আমাদের জানা দরকার।
  • যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।
  • সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের।
  • অন্যের প্রশংসা পেতে হলে অন্যকে প্রশংসা করতে হয়।
(Visited 304 times, 1 visits today)
Share