কোরআন মাজিদে দানকারীদের ব্যাপারে আল্লাহতায়ালার বিশেষ সুসংবাদ

সূরা: বাকারা, আয়াত-২৭৪

‘আল্লাযীনা-য়ুনফিকূনা আমওয়া-লাহুম বিলা-লাইলি ওয়ান্নাহা-রি সিররাওঁ ওয়া‘আলা-নিইয়াতান ফালাহুম আজরুহুম ইন্দা রাব্বিহিম ওয়ালা-খাওফুন আলাইহিম ওয়ালা-হুম ইয়াহ্যানূন’।

অর্থ : যাহারা নিজেদের ধনৈশ্বর্য রাত্রে ও দিবসে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাহাদের পূণ্যফল তাহাদের প্রতিপালকের নিকট রহিয়াছে। তাহাদের কোন ভয় নাই এবং তাহাদের দুঃখিত হইবারও কোনও কারণ নাই।

সূরা: বাকারা, আয়াত-২৬২

‘আল্লাযীনা-ইয়ুনফিকূ-না আমওয়া-লাহুম ফী-ছাবিলিল্লা-হি ছুম্মা লা-ইয়ুতবি‘উনা মা-আনফাকূ মান্নাওঁ ওয়ালা আযাল্ লাহুম আজরুহুম ইন্দা রাব্বিহিম ওয়ালা-খাওফুন আলাইহিম ওয়ালা-হুম ইয়াহ্যানূন’।
অর্থ : যাহারা নিজেদের ধনৈশ্বর্য ব্যয় করে, অতঃপর যাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না এবং কাউকে ক্লেশও দেয় না, তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে। তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।

সূরা : আল-ইমরান, আয়াত-৯২

‘লান তানা-লুল বিররা হাত্তা তুনফিকূ মিম্মা-তুহি ব্বূন ওয়ামা তুনফিকূ মিন-শাইইন ফাইন্নাল্লা-হা বিহী ‘আলীম’।

অর্থ : তোমরা যাহা ভালোবাস তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পূণ্যলাভ করিবে না। তোমরা যাহা কিছু ব্যয় কর আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবকিছু জানেন।

(Visited 907 times, 1 visits today)
Share