সেহাঙ্গল বিপ্লব
যাঁর কিরণে পৃথিবী আলোকময়
সেই নবীকে পেতে হলে মুর্শিদ ধরতে হয় ॥
বন্ধ ঘরের মনের তালা
না খুললে যে বাড়বে জ্বালা
তোমার সেই চিন্তা কি হয়?
মুর্শিদের মাঝে আল্লাহ-নবী ভিন্ন কিছু নয় ॥
কাল্বের মুখে সদা নাম শুনি যাঁর
স্রষ্টা তুমি হে মাওলা পরওয়ারদিগার
তোমার নামের প্রেমের সুধা আমরা করি পান
আল্লাহ আল্লাহ জিকির করো, বলেন কেবলাজান।
কামেল পীরের ছোঁয়া পেলে
কাল্বের চোখে আলো জ্বলে।
হুঁশ দরদমের জিকির কর জয়,
মুর্শিদের মাঝে আল্লাহ-নবী ভিন্ন কিছু নয় ॥
কুতুববাগী মুর্শিদ আমার
মহব্বতের বিত্ত খামার
সেই খামারে হাশর-নশর নসিব যেন হয়
মুর্শিদের মাঝে আল্লাহ-নবী ভিন্ন কিছু নয় ॥
(Visited 201 times, 1 visits today)