মাসিক আত্মার আলো ফেব্রুয়ারি ২০১৬
1 file(s) 1.54 MB
এই সংখ্যায় খাজাবাবা কুতুববাগীর তিনটি মহামূল্যবান লেখা প্রকাশিত হয়েছে। লেখাগুলো হচ্ছে, “কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাত বা নামাজের হিসাব হবে”, “প্রার্থনাই শক্তি, ধ্যানেই মুক্তি” ও “মানব দেহের ভিতর দশটি লতিফা বা মোকাম, সে মোকাম চেনার উপায়”। এছাড়াও কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমা সফল করার পর আশেক-জাকের কর্মীভাইদের ছুটির অনুষ্ঠানে ৩ ফেব্রুয়ারি দরবার শরীফের পীর কেবলাজানের মহব্বতের মুরিদ, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ কর্মী ভাইদের উদ্দেশ্যে তাঁর উপস্থিত বক্তৃতায় যা বলেন তার উপর ভিত্তি করে একটা লেখা প্রকাশিত হয়েছে।
(Visited 203 times, 1 visits today)